অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে।
এই প্রতিপাদ্যে গণজাগরণে শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী শিল্পযজ্ঞ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি,এর অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি মুন্সীগঞ্জের মিলনায়তনে আগামী ০৩ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার বিকেল ৪ টায় পালা গান পরিবেশিত হবে।
পালার নাম - গুরু শিষ্য।
পালাগান পরিবেশন করবেন- শিল্পী লতিফ সরকার
ও
শিল্পী বাউল আঁখি।
এই আয়োজনে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের প্রাণিত করবে।