Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩ প্রদান প্রসঙ্গে।
বিস্তারিত

উপযুর্ক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,  সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষে প্রতিবছর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়। সংশোধিত নীতিমালা অনুযায়ী জেলা সম্মাননার ক্ষেত্র ১২ টি বিষয়, যথা ঃ ১) কন্ঠ সংগীত ২) নৃত্যকলা ৩) যন্ত্র সংগীত ৪) চারুকলা ৫) ফটোগ্রাফি ৬) নাট্যকলা ৭) চলচ্চিত্র ৮) আবৃত্তি ৯) যাত্রাশিল্প ১০) লোক সংস্কৃতি ১১) আঞ্চলিক সৃজনশীল সংগঠন/সৃজনশীল সংগঠক ১২) সৃজনশীল সংস্কৃতি গবেষক। এবারের আয়োজনে পাঁচ বছরের (২০১৯,২০২০,২০২১,২০২২,২০২৩) সম্মাননা একত্রে প্রদান করা হবে। অর্থাৎ পাঁচটি ক্ষেত্রে ২৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হবে।

আগ্রহী ব্যক্তিদের নিজ  নিজ উপজেলায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।

প্রকাশের তারিখ
28/09/2023
আর্কাইভ তারিখ
01/10/2047